• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

ডিসেম্বরের মাসসেরা বুমরাহ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:১৬ পিএম
ডিসেম্বরের মাসসেরা বুমরাহ

ঢাকা: ফেবারিট ছিলেন যশপ্রীত বুমরাই। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যা করেছেন ভারতের ফাস্ট বোলার, তাতে ডিসেম্বরের মাসসেরা হিসেবে অন্য কোনো ক্রিকেটারের নাম আসার কথা না। আজ সেই আনুষ্ঠানিকতাটুকুই সেরেছে আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে ২০২৪ সালের ডিসেম্বরে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ।

ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার তিন টেস্টে ২২ উইকেট নেন বুমরাহ। ১৪.২২-বোলিং গড়টাকে অবিশ্বাস্যই বলতে হবে। ওই তিন টেস্টের একটিতেও অবশ্য জিততে পারেনি ভারত। ওই তিন ম্যাচের দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া, ড্র হয়েছে অন্যটি।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া বুমরাহ ব্রিসবেনে পরের টেস্টে দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট। এরপর বক্সিং ডে টেস্টেও ৯ উইকেট পেয়ে যান। পুরো সিরিজে পাঁচ ম্যাচে ৩২ উইকেট পেয়ে এক সিরিজে ভারতীয় পেসারদের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। 

শুধু ডিসেম্বরেই নয়, পুরো ২০২৪ সালেই অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল বুমরার। ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়েছেন। এরপর তো সর্বকালের সেরা পেসারদের সঙ্গেই তুলনা শুরু হয়েছে বুমরাহ।

এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরাহ। প্রথমবারও ২০২৪ সালেরই জুন মাসে। মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।

এআর

Wordbridge School
Link copied!