• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে খুশি তামিম  


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৫, ০৮:১৪ পিএম
চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে খুশি তামিম  

ঢাকা: বিপিএলের এবারের আসরে ব্যাটার-বোলারদের মধ্যে ভারসাম্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। মিরপুর, সিলেট কিংবা চট্টগ্রাম- সব ভেন্যুতেই স্পোর্টিং উইকেট তৈরি হওয়ায় কেউই উইকেট নিয়ে অভিযোগ করছেন না। 

তবে সিলেট পর্বে বাউন্ডারির মাপ ছোট হওয়া নিয়ে কিছু সমালোচনা হয়েছিল। তবে চট্টগ্রাম পর্বে আদর্শ বাউন্ডারির মাপ বজায় রাখায় খুশি তামিম ইকবাল।  

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বিপিএলের ভেন্যুগুলোর উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এবারের টুর্নামেন্টে উইকেট সত্যিই বেশ ভালো। মিরপুরের উইকেট ভালো ছিল। সিলেট তো অসাধারণ। চট্টগ্রামের উইকেটও দারুণ। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখানে বাউন্ডারির মাপ সঠিক ছিল। এমনটাই হওয়া উচিত। আজ দেখেছেন বাউন্ডারিতে অনেক ক্যাচ হয়েছে। এই সাইজের বাউন্ডারি রাখা উচিত, ৫২-৫৩ মিটার নয়।’

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে দলকে জেতানোর পর তামিম বলেন, ‘মাঝখানে আমাদের আরও একটু দ্রুত খেলতে হতো। ১৪ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে পারতাম। হাতে উইকেটও ছিল। এটা মিস করেছি, তবে সামগ্রিকভাবে ব্যাটিং ভালো ছিল।’

উইকেটের মান আর সঠিক বাউন্ডারির মাপ থাকলে খেলায় যেমন উত্তেজনা বাড়ে, তেমনি ব্যাটার ও বোলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও থাকে জমজমাট। আর তামিমের কথায় স্পষ্ট, তিনি চান বিপিএলের মান এভাবেই আরও উন্নত হোক।

এআর

Wordbridge School
Link copied!