• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

দুই পাকিস্তানির নৈপুণ্যে রংপুরের আটে আট


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৭, ২০২৫, ১০:৫২ পিএম
দুই পাকিস্তানির নৈপুণ্যে রংপুরের আটে আট

ঢাকা: রংপুরের জয়রথ চলছেই। এনিয়ে আসরে টানা ৮ ম্যাচেই জয় তুলে নিল দলটি। ব্যাটিংয়ে খুশদিল শাহ আর বোলিংয়ে আকিফ জাভেদের নৈপুণ্যে চিটাগংকে তাদের ঘরের মাঠেই উড়িয়ে দিয়েছে সোহানের দল। 

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসকে ৩৩ রানে হারায় তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেলরের ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি রংপুরের। ৩২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

তবে এই ওপেনারের পর দলের অন্য ব্যাটারদের মধ্যে শুধু পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর ব্যাটই কথা বলেছে। ২৮ বলে ২ চার ও ৭টি বিশাল ছক্কায় ৫৯ রান করে স্বদেশী মোহাম্মদ ওয়াসিমের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি।

২০ ওভার শেষে যে ৭ উইকেটে ১৬৪ রান জমা করতে পেরেছে রংপুর, এর পেছনে সবচেয়ে বড় অবদান খুশদিলের-ই।

চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আলিস আল ইসলাম এবং মোহাম্মদ ওয়াসিম।

১৬৫ রান তাড়া করতে নামা চিটাগং পাওয়ার প্লেতে স্বাচ্ছন্দ্যে রান তোলে। সমান দুটি করে চার-ছক্কায় পারভেজ ইমনের ১৪ বলে ২৬ এবং গ্রাহাম ক্লার্কের ২৩ রানের ইনিংস দুটিতে কক্ষপথে থাকে স্বাগতিকরা। তবে এই দুজনকেই সাজঘরের পথ চিনিয়ে রংপুরকে ম্যাচে ফেরান পাকিস্তানি পেসার আকিফ জাভেদ। এরপর আরো ধারালো বোলিং করে ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন বাহাতি এই পেসার। খুশদিলও নেন দুই উইকেট। শামীম ৩৮ রানের ইনিংস খেললেও সেটি চিটাগংয়ের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এআর

Wordbridge School
Link copied!