• ঢাকা
  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের বড় পরীক্ষা ভারত-পাকিস্তান


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:২৫ পিএম
বাংলাদেশের বড় পরীক্ষা ভারত-পাকিস্তান

ঢাকা : এ নিয়ে ষষ্ঠবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসরে খেলবে বাংলাদেশ। ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আসরে খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু হয়েছিলে বাংলাদেশের। 

নিজেদের প্রথম আসরে প্রি-কোয়ার্টার ফাইনাল, এরপর গ্রুপ পর্ব ও কোয়ালিফাইং রাউন্ড খেলার পর টানা দুই আসরে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে ২০১৭ সালে টুর্নামেন্টে ফিরেই সেমিফাইনালে উঠে বাজিমাত করে তারা। 

এবার উপমহাদেশে টুর্নামেন্ট বলে বাড়তি আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত বাহিনী। তবে টুর্নামেন্টে সাফল্য দেখাতে হলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বড় পরীক্ষা উতরাতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আয়োজন পাকিস্তান।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও হবে কিছু ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। টুর্নামেন্টের শুরুতেই কঠিন ম্যাচ বাংলাদেশের সামনে। 

এ ম্যাচটিতেই এখন পাখির চোখ করছেন প্রধান কোচ ফিল সিমন্স। কেননা শুরুটা ভালো হলে পরবর্তী পথ পাড়ি দেওয়া সহজ হবে। অতীত অর্জন ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে একটি জায়গায় এবার সাবেক চ্যাম্পিয়ন ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর সেটি হলো অভিজ্ঞতা। 

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, এমন খেলোয়াড়ের সংখ্যা ভারতের চেয়ে বাংলাদেশ দলেই বেশি। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। 

বাংলাদেশ প্রথমবারের মতো টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার ইতিহাস গড়ার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিল। এবারও তারা প্রত্যেকেই স্কোয়াডে আছেন। অন্যদিকে, ভারত দলে আছেন পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার। 

আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ শামি। এ নিয়ে তৃতীয়বারের মতো কোহলি ও রোহিত চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন। 

চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ দল হলো- অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউডরা আগেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন ম্যাক্সওয়েল ও স্টার্ক। 

এছাড়া নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন। পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফের। 

ইংল্যান্ডের হয়ে জো রুট, জস বাটলার ও আদিল রশিদেরও চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা আছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ খেলোয়াড়রা হলেন- ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

এমটিআই

Wordbridge School
Link copied!