• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

২১ বছরেই অবসর বিশ্বকাপ জেতা ওপেনারের


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:১৭ পিএম
২১ বছরেই অবসর বিশ্বকাপ জেতা ওপেনারের

ঢাকা : যে বয়সে অনেকের পেশাদার ক্যারিয়ার শুরু হয়, সে বয়সেই কি না ক্রিকেট অধ্যায়ের ইতি টানলেন প্রান্তিক নওরোজ নাবিল। মাত্র ২১ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের হয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার।

প্রতিভার স্বাক্ষর দিয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। হয়েছিলেন গর্বিত চ্যাম্পিয়ন দলের সদস্যও। কিন্তু সম্ভাবনাময় ক্রিকেটের অধ্যায়টা বড় হলো না এ ওপেনারের। গত বছরের মার্চ থেকে মাঠের বাইরে তিনি।

মূলত তার অসুস্থতাই তাকে ভোগাচ্ছিল। শ্বাসকষ্টের সমস্যার কারণে খেলায় ধারাবাহিক হতে পারছিলেন না প্রান্তিক। এর পাশাপাশি আরও কিছু সমস্যাও আছে তার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র ৩৫ ম্যাচেই থামল প্রান্তিকের ক্যারিয়ার। সবমিলিয়ে তিনি রান করেছেন ৯৩৮।

অবসরের সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে নিয়েছেন বলেই জানান প্রান্তিক। এরপর জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে নির্বাচকদেরও জানিয়ে দেন তিনি। এবার পড়াশুনোয় মনোযোগ দেবেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!