Menu
ঢাকা: ক্লাবের কাছ থেকে বর্তমানে দেড় কোটি ইউরো করে বেতন পাচ্ছেন। কিন্তু ব্রাজিলিয়ান ভিনির আপাতত এতে পোষাচ্ছে না।
ক্লাবের কাছে তার দাবি, এমবাপ্পের চেয়ে বেশি বেতনের নতুন চুক্তি দিতে হবে। এক্ষেত্রে ভিনির এজেন্ট দুই কোটি ইউরোর নতুন চুক্তি চাইছেন।
তবে রিয়াল মাদ্রিদ তার এই দাবিকে আপাতত খুব একটা আমলে নিচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের।
ক্লাবটির সঙ্গে ভিনির ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এর আগে নতুন চুক্তির বিষয়ে একমত হতে না পারলেও মাদ্রিদ ছাড়তে পারেন ভিনি।
এদিকে ব্রাজিলিয়ান এই মহাতারকাকে বিশাল এক চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি প্রো লিগের একটি ক্লাব। তারা পাঁচ বছরে ভিনিকে ১০০ কোটি ইউরো দিতেও রাজি।
তবে নিজের ক্যারিয়ারের ভরা মৌসুমে ইউরোপ ছাড়তে রাজি নন, তার কাছের সূত্র থেকে এমনটাই তথ্য মিলেছে। তবে রিয়াল যদি নতুন চুক্তি দিতে চূড়ান্তভাবে অসম্মতি জানায়, সেক্ষেত্রে সৌদির প্রস্তাব ভেবে দেখতে পারেন ভিনি।
বয়স ১৮ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিকে দলে টানে রিয়াল। স্প্যানিশ ক্লাবটির ‘বি’ টিম হয়ে একসময় সিনিয়র দলে জায়গা করে নেন তিনি।
এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। এখন মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র এই ব্রাজিলিয়ান। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৯৫ ম্যাচে ১০১ গোল করেছেন তিনি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT