Menu
ঢাকা : দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ক্রিকেট বিশ্বের চোখ ছিল দুই চিরপ্রতিন্দ্বদ্বী ভারত-পাকিস্তানের ম্যাচের দিকে।
এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি দলটি। এ ম্যাচে বাবরের ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন পাকিস্তানিরা। কিন্তু এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেন বাবর। দুবাইয়ের উইকেটে স্পিনেই বাজিমাত করেছে ভারত। রবীন্দ্র জাদেজা, কুলদীপ ও অক্ষর প্যাটেল ৫ উইকেট শিকার করেন। এরমধ্যে কুলদীপ নেন ৩ উইকেট।
ভারতের বিপক্ষে ওয়ানডের লড়াইতে যেটুকু প্রত্যাশা করা হয়েছিল, তার ধারেকাছেও যেতে পারেননি বাবর। টানা ৯ ম্যাচ খেলে মাত্র ভারতের বিপক্ষে মাত্র এক ফিফটি আছে তার। কিন্তু সফলতম ব্যাটার আলো ছড়াতে পারেননি। উদ্বোধনীতে নেমে ২৬ বলে ৫ চারে ২৩ রান করে বিদায় নেন ডানহাতি ব্যাটার।
নবম ওভারে হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে কিপারের গ্লাভসে জমা পড়েন তিনি। ভারতের বিপক্ষে ৯ ওয়ানডে খেলে ৮ ইনিংস ব্যাট করা বাবর ৩০.১২ গড় ও ৭৬.২৬ স্ট্রাইকরেটে করেন ২৪১ রান। বাবরের ওয়ানডের ক্যারিয়ার গড় যেখানে ৫৫, সেখানে ভারতের বিপক্ষে তিনি রান করেছেন ৩০ গড়ে। দৃশ্যত বেশ নাজুক।
ভারতের বিপক্ষে একমাত্র ফিফটি বাবর করেছিলেন ২০২৩ বিশ্বকাপে, আহমেদাবাদে। সেদিন তিনি ৫৮ বলে করেছিলেন ৫০ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাপে আছেন বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করলেও তার খেলার ধরণ নিয়ে উঠে প্রশ্ন। ৩২১ রান তাড়ায় বাবর ৯০ বলে করেছিলেন ৬৮ রান। পাওয়ার প্লেতে তার মন্থর ব্যাটিংয়ের কারণে স্রেফ ২২ রান তুলে বিস্ময়ের জন্ম দিয়েছিল পাকিস্তান।
ভারতের বিপক্ষে রান পেলে সমালোচনা ঝেড়ে ফেলতে পারতেন সাবেক এই অধিনায়ক। তবে চির প্রতিদ্ব›দ্বী দলের বিপক্ষে আরেক ব্যর্থতায় চাপটা তার আরও বাড়ল।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT