Menu
ঢাকা : সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্ত বাহিনীকে। কেননা চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে উঠার সমীকরণ কঠিন হয়ে গেছে তাদের। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের ছাড়া উপায় নেই। জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, শক্ত প্রতিপক্ষ হলেও নিজেদের সেরাটা খেলতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় সম্ভব।
ব্যাটিংয়ে গত ম্যাচে খারাপ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারাতে হলে ব্যাটিং বিভাগে জ¦লে উঠতে হবে ব্যাটারদের। বিশেষ করে হাল ধরতে হবে টপ অর্ডারকে। রাওয়ালপিন্ডির মাঠে খেলা হবে। উইকেট ব্যাটিং-স্বর্গ হবে। আগে ব্যাটিংয়ে নামলে বড় স্কোর গড়তে না পারলে বেশি চাপে থাকতে হবে বাংলাদেশকে। ব্যাটিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অধিনায়ক শান্ত।
ম্যাচের আগে এই অধিনায়ক জানান, গত ম্যাচের হতাশা ভুলে সামনের দিকেই চোখ তাদের। সঠিক সময়ে ব্যাটাররা দায়িত্ব কাঁধে নেবে। দায়িত্বশীল ব্যাটিং উপহার দেবেন তারা। শান্ত নিজেও রানে নেই। তার ব্যাট হাসছে না।
আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে স্বরুপে ফিরবেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভালো করতে হবে বাংলাদেশকে। পেসারদের সঙ্গে স্পিনারদেরও ভূমিকা রাখতে হবে। বোলারদের প্রতি আস্থা আছে অধিনায়ক শান্তর।
তার আশা, নিউজিল্যান্ড ব্যাটারদের বিপাকে ফেলতে পারবেন তাসকিন, রিশাদরা।
এদিকে, সাকিববিহীন বাংলাদেশকে আগের চেয়ে কিছুটা দুর্বল মনে হচ্ছে কি না। নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনারের কথায় ফুটে উঠল সাকিব ও বাংলাদেশ দলের প্রতি সম্মান।
তিনি জানান, ‘লম্বা সময় ধরেই আমরা দেখেছি, সাকিব কতটা ভালো। সে প্রমাণ করেছে, সব কন্ডিশনে পারফর্ম করতে পারে। তবে তাদের রিশাদ উঠে এসেছে, যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদি (মিরাজ) ভালো করছে। মাহমুদউল্লাহ যদি খেলে, সেও কিছু ভালো কিছু ওভার করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়, ওদের ভারসাম্য এই মুহূর্তে ভালো।’
স্যান্টনার আরো জানান, ‘তাদের এমন কিছু ক্রিকেটার আছে, ব্যাট হাতেও যারা আগ্রাসী হতে পারে। গত ম্যাচে হৃদয় দারুণ এক ইনিংস খেলেছে এবং জাকের আলী দলে এসে এর মধ্যেই অনেক ভালো কিছু করেছে। কাজেই এই দলকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছি না আমরা। আমরা জানি, এই ধরনের বড় টুর্নামেন্টে সবসময়ই সজাগ থাকতে হবে। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে।
আশা করি, সেটি আমরা হব না।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT