Menu
ঢাকা: বহু প্রতীক্ষিত ও তুমুল উত্তেজনা ছড়ানো ক্রিকেট যুদ্ধে মুখোমুখি পাকিস্তান-ভারত। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে সংশ্লিষ্ট দেশসহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে।
এরই মাঝে রোববার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৪৪টি কারাগারে। যার মধ্যে রয়েছে ইসলামাবাদের বিখ্যাত আদিয়ালা কারাগারও। যেখানে বন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনিও ম্যাচটি উপভোগ করছেন বলে জানা গেছে।
রোববার পাঞ্জাব সরকার এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
পাঞ্জাব হোম ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে কয়েদিদের— এমনকি শিশুদের সংশোধনাগারেও— এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে।
পাঞ্জাবের হোম সেক্রেটারি নুরুল আমিন মেঙ্গল কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজনস) নির্দেশ দিয়েছেন, ‘ম্যাচটি সরাসরি সম্প্রচারের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে’।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT