Menu
ঢাকা : উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল নেপাল। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপাল গতকাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১-এ সমতা আনল। কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারাল নেপাল। সফরকারীরা সিরিজে ফেরায় দারুণ জমে উঠল পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ।
সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল নেপাল। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। জমজমাট লড়াইয়ের আভাস মেলে তাদের খেলার ধরনে। বাংলাদেশের চোখে চোখ রেখে খেলেছে নেপাল। ম্যাচে একবার বাংলাদেশ এগিয়েছে। আবার স্বাগতিকদের টপকে গিয়েছে নেপাল।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পেয়েছে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের সমান ২৪ পয়েন্ট ছিল। দ্বিতীয়ার্ধেও খেলার আকর্ষণ এতটুকু কমেনি। ম্যাচ যত গড়িয়েছে, উত্তেজনা তত বেড়েছে। বাংলাদেশের সঙ্গে সমান তালে লড়েছে নেপাল। একসময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে আবার সমতায় ফেরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি, তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ পর্যন্ত হাসি নিয়ে খেলা শেষ করে নেপাল।
৪৫-৪২ পয়েন্টে ম্যাচ জিতে জমজমাট সিরিজের ইঙ্গিত দিল নেপাল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT