• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

ফিল্ডিংয়ে দ. আফ্রিকা, কোটি টাকা লাভের আশায় বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মার্চ ১, ২০২৫, ০৩:১৩ পিএম
ফিল্ডিংয়ে দ. আফ্রিকা, কোটি টাকা লাভের আশায় বাংলাদেশ

ঢাকা: দক্ষিণ আফ্রিকার জন্য আজ টিকে থাকা ও শীর্ষস্থান ছোঁয়ার লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে লড়ছে প্রোটিয়ারা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে সবচেয়ে বেশি নজর বুঝি আফগানিস্তানের। কয়েকটি সমীকরণের অন্তরায় এই মহারণ। 

চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ প্রোটিয়ারা জিতলে তারা হবে টেবিলের শীর্ষ দল। পাবে সেমির টিকিট। হারলেও সমস্যা নেই। কিন্তু ইংলিশরা যদি বড় জয় পায় তবে ঝামেলায় পড়তে পারে প্রোটিয়ারা। 

সাদা পোশাকের ক্রিকেটে শেষবার টস করতে নামেন জশ বাটলার। করাচিতে ভাগ্যও তার পক্ষে আসে। আর টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রোটিয়াদের জন্য লড়াইটি অবশ্য গুরুত্বপূর্ণ। ফল যদি পক্ষে আসে তবে তারা শীর্ষে থেকে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে। হারলেও নূন্যতম ব্যবধান রেখে হারতে হবে। নয়তো সুযোগ থাকবে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকা আফগানিস্তান।  

এদিকে ইংল্যান্ড-দ. আফ্রিকা লড়াইয়ের তাকিয়ে বাংলাদেশ। কারণ এই ম্যাচে ইংল্যান্ড হারলেও বাংলাদেশের পকেটে ঢুকবে বাড়তি ৩ কোটি টাকা। 

এআর

Wordbridge School
Link copied!