Menu
ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে-এমন সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন ও মাইক আথারটনদের নিজেদের দল নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি, ভারতীয় ক্রিকেটের কারণে তাদের রুজি-রোজগার হয় বলেও মন্তব্য করেন গাভাস্কার।
পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যান্য দল একাধিক ভেন্যুতে খেললেও ভারত খেলছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ নিয়ে সমালোচনা করেছেন নাসের, আথারটনসহ দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন।
তাদের মতে, একই ভেন্যুতে খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, যা অন্য দলগুলোর জন্য সমান সুযোগ তৈরি করছে না।
এই সমালোচনায় চটে গেছেন গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা সবাই অভিজ্ঞ ও জ্ঞানী। কিন্তু নিজেদের দল যে সেমিফাইনালে উঠতে পারেনি, সেটার দিকে নজর দিচ্ছে না! ভারতের সমালোচনা না করে নিজেদের দিকেও তাকানো উচিত। তোমাদের দল কেন ভালো খেলতে পারছে না, সেটাই আগে ভাবো।’
গাভাস্কার আরও বলেন, ‘তোমাদের দলের ফলাফল নিয়ে চিন্তা করো, নিজের দেশ নিয়ে ভাবো। কিন্তু সবসময় দেখি, তারা ভারতকে নিয়েই কথা বলে যাচ্ছে। এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা যে যা বলবে, বলুক-আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো জায়গা আছে।’
এখানেই থামেননি ভারতের সাবেক এই অধিনায়ক। নাসের ও আথারটনের রুটি-রুজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে ভারতের যে প্রভাব, তা হয়তো তারা বোঝেন না। সম্প্রচার স্বত্ব ও মিডিয়া স্বত্ব থেকে ভারত যে পরিমাণ অর্থ দেয়, সেটার ওপরই তাদের বেতন নির্ভর করে।’
গাভাস্কারের এই মন্তব্যের পর নাসের-আথারটনরা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT