• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

অল্পতেই শেষ ইংল্যান্ড, আফগানদের বিদায় দিয়ে সেমিতে দ. আফ্রিকা 


ক্রীড়া ডেস্ক মার্চ ১, ২০২৫, ০৬:১২ পিএম
অল্পতেই শেষ ইংল্যান্ড, আফগানদের বিদায় দিয়ে সেমিতে দ. আফ্রিকা 

ঢাকা: আফগানদের সেমিতে তুলতে ইংল্যান্ডকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু সেই অলৌকিক কিছু হওয়ার সম্ভাবনাও মিলিয়ে এসেছে এশিয়ান দেশটির জন্য। 

ইংল্যান্ড বড় ব্যবধানে জেতার মতো রানই জমা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

করাচিতে মার্কো ইয়ানসেনের দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমত দিশেহারা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইয়ানসেন নিজে নিয়েছেন ৩ উইকেট। 

সঙ্গে নিয়েছেন দুই দারুণ ক্যাচ। উইয়ান মুল্ডারের ঝুলিতেও গিয়েছে ৩ উইকেট। ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৭৯ রান। সর্বোচ্চ ৩৭ রান জো রুটের। 

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে যে ব্যবধানেই হারুক না কেন, তার জন্য আফগানিস্তানের পেছনে পড়ার সুযোগ থাকছে না। বোলিং ইনিংস শেষেই বলা চলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে চলে গেল দক্ষিণ আফ্রিকা। 

এআর

Wordbridge School
Link copied!