• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ওয়ানডেতে এখন ১ নম্বর ওমরজাই


ক্রীড়া ডেস্ক মার্চ ৫, ২০২৫, ০৩:৪১ পিএম
ওয়ানডেতে এখন ১ নম্বর ওমরজাই

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে দুই ধাপ এগিয়েছেন ওমরজাই।

ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। তার চেয়ে নবী পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সম্প্রতি ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করা ভারতের অক্ষর প্যাটেল এগিয়েছেন ১৭ ধাপ। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তা তাকে নিয়ে এসেছে ১৩ নম্বরে।

ওমরজাই যে শুধু অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েই এগিয়েছেন তা নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ১২৬ রান করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। আজ অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথ এগিয়েছেন ৮ ধাপ। ওয়ানডেতে ১৬ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করলেন স্মিথ। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন শুবমান গিল।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন শ্রীলঙ্কার মহীশ তিকশানা। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি।

নিউজিল্যান্ডের এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহ। ৪ ম্যাচে হেনরি উইকেট নিয়েছেন ৮টি। চোট থেকে ফেরা মোহাম্মদ শামিও উইকেট নিয়েছেন ৪টি। তিনিও এগিয়েছেন ৩ ধাপ, আছেন ১১ নম্বরে।

এআর

Wordbridge School
Link copied!