• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

রোজা রাখেননি মুহাম্মদ শামি, যা বললেন কংগ্রেস নেত্রী 


স্পোর্টস ডেস্ক মার্চ ৭, ২০২৫, ০৯:৫১ এএম
রোজা রাখেননি মুহাম্মদ শামি, যা বললেন কংগ্রেস নেত্রী 

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রমজানের রোজা না রাখায় ভারতীয় পেসার মুহাম্মদ শামিকে ‘অপরাধী’ বলেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভী ব্রেলভী। এবার সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তিনি বলেন, কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয়। 

শামা মোহামেদ এক সাক্ষাৎকারে বলেন, ইসলামে রমজানের সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, কেউ যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। মুহাম্মদ শামিও তাই রয়েছেন, নিজের বাড়িতে নয়। সেই সঙ্গে ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয়, তৃষ্ণাও লাগে। ইসলাম কখনো বলে না যে খেলাধুলো করার সময় রোজা রাখতেই হবে। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম। এখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

শামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলিও শামার সুরে বলেন, ‘আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট করে বলেছেন, যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাকে প্রশ্ন করার অধিকার নেই কারও’।

তবে এর আগে মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছিলেন, ‘ইসলামে রোজা রাখা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে পাপী। মুহাম্মদ শামি রোজা রাখেননি, এটি পাপ। তিনি অপরাধ করেছেন। ম্যাচের সময় তার জুস খাওয়া ভুল বার্তা দিয়েছে।’

আইএ

Wordbridge School
Link copied!