• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

হার্দিকের মুখেও ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’


ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২৫, ০৫:৪৭ পিএম
হার্দিকের মুখেও ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

ঢাকা:  ম্যাচ তখন শেষ। হার্দিক পান্ডিয়ারা চ্যাম্পিয়নস ট্রফি জয়ের উদ্‌যাপনে ব্যস্ত। এই সময়ে হার্দিকের সাক্ষাৎকার নিতে গেছেন উপস্থাপক যতীন সাপরু।

ম্যাচ নিয়ে কাটাছেঁড়া নয়, আনন্দের মুহূর্তে হার্দিককে যতীন প্রশ্ন করলেন উদ্‌যাপন নিয়ে। সেই প্রশ্নের উত্তরেই হার্দিকের মুখে শোনা গেছে সেই ভাইরাল কথাটি-ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।

হার্দিককে কী বলেছিলেন যতীন? উপস্থাপক ভারতীয় অলরাউন্ডারকে বলেছিলেন, ‘তুমি তো এখন দলের সিনিয়র ক্রিকেটার। এখনো কি আগের মতো অনুভূতি হয়? জুনিয়রদের উদ্‌যাপন দেখে কী মনে হয়?’

তখনই যতীন কয়েকজন জুনিয়র ক্রিকেটারদের প্রতি ইঙ্গিত করে বলেছেন-এই দেখো এরা তো লাইভে চলে গেছে। এই কথার জবাবে পান্ডিয়া বলেন এভাবে, ‘হ্যাঁ, ওরা লাইভ করছে। সেখানে বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’

ভাইরাল এই কথাটির সঙ্গে জড়িত মূলত বিপিএল ও বাংলাদেশের এক টিভি উপস্থাপক। ২০২৩ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের এক সাংবাদিক আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীকে এই প্রশ্ন করেছিলেন। যে প্রশ্নের মানেই তখন ক্রিকেটাররা বুঝতে পারেননি। তবে এর ভিডিও ক্লিপ তখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপর থেকে ক্রিকেটাররাই এই প্রশ্ন একে অপরকে জিজ্ঞাসা করে মজা করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষেও যুজবেন্দ্র চাহাল ও এই উপস্থাপক যতীন এই প্রশ্ন নিয়ে মজা করেছিলেন। হার্দিকের কথার প্রেক্ষিতে যতীন আবার সেটি জানিয়েছেন।

এআর

Wordbridge School
Link copied!