Menu
ঢাকা : আগামী আগস্টে মাঠে গড়াবে নতুন ঘরানার ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড। প্লেয়ার্স ড্রাফটে পাকিস্তানের ৪৫ জন ক্রিকেটার নাম দিলেও একজনও দল পাননি! এর পেছনে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ পুরনো। আইপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারে না। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। পাকিস্তানের মাটিতে যায়নি। আইপিএলের পাশাপাশি বিশ্বের একাধিক লিগে রাজত্ব করছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো।
সম্প্রতি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ানসসহ আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্য হানড্রেডের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হয়েছে। ভারতীয় বিনিয়োগ থাকার কারণে এই টুর্নামেন্টে পাকিস্তানিদের সুযোগ পাওয়া নিয়ে আগেই সংশয় তৈরি হয়েছিল। তখন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড পাকিস্তানের ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলেন। তবে বাস্তবে তেমনটা হয়নি।
এর আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি থাকা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএটি-টোয়েন্টিতেও কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারেনি। দ্য হানড্রেডের ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ছিলেন- পেসার নাসিম শাহ, মোহাম্মদ আমির, স্পিনার উসামা মির, অলরাউন্ডার শাদাব খান ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটার।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT