• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

দেশে ফিরলেন হামজা, বিমানবন্দরে সমর্থকদের ভিড়


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ১২:৪০ পিএম
দেশে ফিরলেন হামজা, বিমানবন্দরে সমর্থকদের ভিড়

ফাইল ছবি

হামজা চৌধুরী। বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম। দেশের একমাত্র ফুটবলার হিসেবে যার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই তিনি এবার লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। সোমবার পৌনে ১২ টায় দেশের মাটিতে পা রাখেন হামজা।

জানা যায়, বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত ছিল বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

এদিকে বাফুফে কর্তাদের ছাড়াও হামজাকে বরণ করতে বিমানবন্দরে হাজির হয়েছেন সিলেটের বাসিন্দারা। হামজার আগমনকে কেন্দ্র করে সাজানো হয়েছে তার বাড়ি। বাড়ির সামনে গেইট করা হয়েছে। বলা হচ্ছে ছাদখোলা গাড়িতে করে বাড়ি ফিরবেন হামজা। পথে ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন তিনি।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। এরপর বিশ্রাম শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর সব ঠিক থাকলে মাঠে নামবেন ভারতের বিপক্ষে। যা দেখার অপেক্ষায় এখন লাখো ফুটবলপ্রেমী।

এসআই

Wordbridge School
Link copied!