Menu
ঢাকা: গোলের জন্য প্রতিপক্ষের চেয়ে শট দ্বিগুণ। লক্ষ্যেও রাখতে পারল বেশি। কিন্তু জালের দেখা কিছুতেই পেল না ফ্রান্স। সেই কাজটা প্রথমার্ধেই দুইবার করে ফেলল ক্রোয়েশিয়া। দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল ক্রোয়াটরা।
ছয় মাসের বেশি সময় পর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের হয়ে মাঠে নামাটা সুখকর হলো না। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে দেশামের দল।
ইতালি-জার্মানি
এদিকে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয়ের সম্ভাবনা জাগায় ইতালি। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল জার্মানি।
মিলানের সান সিরোয় বৃহস্পতিবার ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে জার্মানরা।
পর্তুগাল-ডেনমার্ক
প্রায় পুরোটা সময় নিজেদের ছায়া হয়ে রইলেন রোনালদো-ফের্নান্দেসরা। তারপরও পোস্টে দারুণ নৈপুণ্যে অনেকটা সময় পর্তুগালের আশা বাঁচিয়ে রাখেন দিয়েগো কস্তা। শেষ পর্যন্ত যদিও পারেননি তিনি।
বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন রাসমুস হয়লুন। ঘরের মাঠে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ডেনমার্ক।
কোপেনহেগেনে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। কস্তার অসাধারণ কিছু সেভের কারণে ব্যবধান বড় হয়নি, ফলে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ভালো আশা আছে পর্তুগিজদের।
নেদারল্যান্ডস-স্পেন
শুরুতেই গোল আদায় করে নেওয়ার পর বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারল না স্পেন। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবলে দারুণ এক জয়ের আশা জাগাল নেদারল্যান্ডস। কিন্তু শেষ দিকে পাল্টে গেল চিত্র। মিকেল মেরিনোর গোলে হার এড়াল স্প্যানিশরা।
রটারডামে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ডাচরা।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT