• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

আইপিএলের উদ্বোধনী ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কায় 


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০২৫, ০২:২৮ পিএম
আইপিএলের উদ্বোধনী ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কায় 

ঢাকা: আইপিএলের জমজমাট আসর শুরু হওয়ার কথা আজ। কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টায় মুখোমুখি হওয়ার কথা।  

তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যেতে পারে। কলকাতায় রাতে ভারি বৃষ্টি হয়েছে। সকালে আকাশ মেঘলা থাকলেও দেখা মিলেছিল সূর্যের। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, দিনের অধিকাংশ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

বৃষ্টির কারণে শুক্রবার দুই দল ঠিক মতো অনুশীলন করতে পারেনি। এর আগে কেকেআর নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছিল। সেটাও বৃষ্টির কারণে সম্পন্ন হয়নি। 

কলকাতা আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল। এবার ঘরের মাঠে মৌসুম শুরুর করার কথা ছিল তাদের। বেঙ্গালুরুর গত মৌসুমে শেষের দিকে দারুণ ক্রিকেট খেলে প্লে অফ নিশ্চিত করে। তবে এলিমিনেটর থেকে কোয়ালিফায়ারে যেতে পারেনি বিরাট কোহলির দল।  

এআর

Wordbridge School
Link copied!