• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

শিলংয়ে টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০২৫, ০৩:৪৯ পিএম
শিলংয়ে টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে

ঢাকা: বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে অনুশীলন শুরুর সময় ছিল শনিবার সন্ধ্যা ৬টা। এই সময়কে ধরে নিয়ে বাংলাদেশ থেকে আসা সংবাদমাধ্যম কর্মীরা জ্ওহরলাল নেহেরু স্টেডিয়ামের পাশের মাঠে চলে যান।

সেখানে গিয়ে জানা যায় দেড় ঘন্টা পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টায় বাংলাদেশ দলের অনুশীলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। 

এরপর নির্ধারিত সময়েও অনুশীলন করার জন্য টার্ফের সেই মাঠে গেলেও অনুশীলন শুরু করতে পারছিলেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কারণ ফ্লাডলাইট তখনো জ্বলে ওঠেনি।

ওই মুহূর্তে বেশ বিরক্ত প্রকাশ করছিলেন বাংলাদেশ কোচ। প্রথম অনেকটা অপ্রস্তুত মাঠে বাংলাদেশ দলকে অনুশীলন করতে দিয়েছিল ভারত ফুটবল অ্যাসোসিয়েশন। 

গতকাল আবেদনের প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন করলেও জানা গেল আসল কারণ। টাকা দিয়ে মাঠ ভাড়া করে নেহেরু স্টেডিয়ামের টার্ফের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।

অনুশীলন শুরুতে বিলম্বের কারণ ছিল সেই সময় পর্যন্ত নাকি বাফুফে টাকা পরিশোধ করতে পারেনি। বাংলাদেশ থেকে পাঠানো টাকা পরিশোধ করার পরই জামাল ভূইয়া-তারিক কাজীরা অনুশীলন করতে পেরেছিলেন।

এআর

Wordbridge School
Link copied!