• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

তামিম ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালো বিসিবির চিকিৎসক


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০২৫, ০১:২৭ পিএম
তামিম ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালো বিসিবির চিকিৎসক

ঢাকা: মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। 

জানা গেছে, সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক। 

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না।

এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তিনি জানালেন, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, যেখানে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।’

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পর্যবেক্ষণ চলছে এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে তার অবস্থা কতটা গুরুতর। বিসিবির মেডিকেল টিমও হাসপাতালে তামিমের পাশে রয়েছে।

এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

এআর

Wordbridge School
Link copied!