• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

মালিঙ্গা থেকে মনোজ তিওয়ারি-তামিমের সুস্থতা কামনায় ক্রিকেট বিশ্ব


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০২৫, ০৪:২২ পিএম
মালিঙ্গা থেকে মনোজ তিওয়ারি-তামিমের সুস্থতা কামনায় ক্রিকেট বিশ্ব

ঢাকা: সাভারের বিকেএসপিতে আজ মোহামেডানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। 

বিকেএসপির অদূরে কাশিমপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।

তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে শুরু করে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্স
দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

লাসিথ মালিঙ্গা
তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।

মনোজ তিওয়ারি
ভারতের সাবেক এই ক্রিকেটার পোস্ট দিয়ে বলেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থণা! Get well soon Tamim Iqbal! 

মাশরাফি বিন মুর্তজা
মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।

হামজা চৌধুরী
এক ভিডিওতে হামজা চৌধুরী বলেন, ‘এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।

লিটন দাস
ও উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।’

তাসকিন আহমেদ
ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।

মেহেদী হাসান মিরাজ
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।

তানজিদ হাসান
সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তার সঙ্গে থাকেন।

এআর

Wordbridge School
Link copied!