• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

অবশেষে বন্ধুর জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব


ক্রীড়া ডেস্ক মার্চ ২৫, ২০২৫, ১২:০০ এএম
অবশেষে বন্ধুর জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব

ঢাকা: প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়। তামিমের সুস্থতা কামনা করছেন বিভিন্ন দেশের ক্রিকেটার ও সতীর্থরা। তবে তামিমের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান কোনো বার্তা দেন কী না সেই অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। অবশেষে ব্যক্তিগত রেষারেষি ভুলে ভিডিও বার্তায় বন্ধুর জন্য দোয়া চেয়েছেন এই অলরাউন্ডার।

আজ সাকিবের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময়য় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, 'আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!'

প্রসঙ্গত, ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। পরে ফিল্ডিংয়েও নামতে পারেননি।
 
এআর

Wordbridge School
Link copied!