• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

হামজার অভিষেক, শুরুর একাদশে নেই জামাল 


ক্রীড়া ডেস্ক মার্চ ২৫, ২০২৫, ০৭:১১ পিএম
হামজার অভিষেক, শুরুর একাদশে নেই জামাল 

ঢাকা: ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। শুরুর একাদশে আছেন তিনি। 

তবে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া নেই শুরুর একাদশে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।

বাংলাদেশ শিলংয়ে পা রেখেছে ২৪ সদস্যের দল নিয়ে। সে দল থেকে এক জন বাদ পড়তেনই। কোচ কাবরেরা অন্য একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে কাজেমের চোটে সিদ্ধান্ত বদলাতে হলো তাকে।

কাজেম কিরমানি হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন এই ম্যাচ থেকে।

এআর

Wordbridge School
Link copied!