Menu
ঢাকা: ভারতের অধিনায়ক সন্দেশ ঝিংগান দল নিয়ে মাঠে ঢুকেছেন। বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণও দল নিয়ে মাঠে ঢুকেছেন।
জামালের ভূমিকা কি হামজার?
জামাল ভূঁইয়ার বেঞ্চে বসে থাকার অর্থ হলো, মাঝমাঠে তার ডিপ প্লে-মেকিংয়ের ভূমিকা নিতে হবে অন্য কাউকে। সেই ব্যক্তিটি কি হামজা চৌধুরী? ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে হামজা অভ্যস্ত হলেও আজ মাঝ মাঠেই একটু ওপরে খেলতে দেখা যেতে পারে তাকে। সেন্ট্রাল মিডফিল্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ড?
৪-৩-৩ ছকে বাংলাদেশকে খেলাবেন কোচ হাভিয়ের কাবরেরা।
ভারতের একাদশ
ভিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, শুভাশীষ বোস, সন্দেশ ঝিংগান, লিস্টন কোলাচো, ফারুখ চৌধুরী, উদান্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুয়িয়া, বোরিস সিং।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT