Menu
ঢাকা: ভারতের বিপক্ষে প্রথমার্ধটা খেলল বাংলাদেশই। স্বাগতিক ভারতের ওপর ছড়ি ঘোরালেন হামজা চৌধুরীরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলল না।
দারুণ খেলেও তাই আফসোস নিয়েই বিরতিতে যেতে হচ্ছে বাংলাদেশকে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মেঘালয় প্রদেশে শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর দৈরথ ঘিরে উন্মাদনা চরমে।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।
ভারত একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশিষ বোস, সন্দেশ ঝিঙ্ঘন (অধিনায়ক), লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদন্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুইয়া রালতে, বরিস সিং।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT