• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

হর্ষধ্বনিতে হামজাকে স্বাগত জানালো ভারতের দর্শকরা


ক্রীড়া ডেস্ক মার্চ ২৫, ২০২৫, ০৯:০৬ পিএম
হর্ষধ্বনিতে হামজাকে স্বাগত জানালো ভারতের দর্শকরা

ঢাকা: হামজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত অভিষেক হয়ে গেল ভারতের মাঠে। স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। 

বাংলাদেশের জন্য ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে স্বাভাবিকভাবেই বাংলাদেশের দর্শক একেবারে নেই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে। সে কারণে গ্যালারি থেকে সমর্থন পাওয়া আর হচ্ছে না বাংলাদেশের।

তবে হামজা চৌধুরীর জন্য পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের ফুটবল মাতিয়ে এসে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ তার। একজন এফএ কাপজয়ী ফুটবলার উপমহাদেশের কোনো দলের হয়ে খেলছেন, এমন কিছু এ অঞ্চলের ফুটবলের জন্যই বিশেষ এক মুহূর্ত।

ভারতের দর্শকরা বিষয়টার কদর করতে ভোলেননি। দুই দলের একাদশ ঘোষণার সময় যখনই জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাইকে বেজে উঠল হামজার নাম, তখন বিশাল হর্ষধ্বনিতে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের এই মিডফিল্ডারকে। 

ম্যাচের আগে মুনাজাত ধরে স্রষ্টাকে স্মরণ করা হামজার রেওয়াজ। সে রেওয়াজটা আজও করলেন। জাতীয় সঙ্গীত শেষ হতেই মাঠে দাঁড়িয়ে মুনাজাত ধরেন তিনি। 

এরপর থেকে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত হামজা মাঠের খেলাতেও নিজের উপস্থিতি ভালোভাবেই জানান দিচ্ছেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়।

Wordbridge School
Link copied!