Menu
ঢাকা: ভারতে ক্রিকেট শুধুই একটা খেলা নয়। ব্যাট-বল নিয়ে ভারতীয়দের পাগলামি একটু বেশিই। আইপিএল চলাকালে তারই এক ঝলক দেখা গেল ভারতের একটি টিভি চ্যানেলে।
সম্প্রতি ‘স্পোর্টস তাক’ নামের এক অনুষ্ঠানে রিশাভ প্যান্টের ব্যাটিং দেখে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি অনুষ্ঠানের উপস্থাপক। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি রেগেমেগে টিভি ভেঙে ফেলেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তিনি এই কাণ্ড ঘটান।
চলতি আইপিএলের মেগা নিলামে পান্তকে রেকর্ড ২৭ কোটি রুপি খরচ করে দলে টেনেছে লক্ষ্ণৌ। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ের কাছ থেকে স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু হায়দরাবাদের বিপক্ষে তার ব্যাটে এসেছে ১৫ বলে ১৫ রান। আগের ম্যাচে দিল্লির বিপক্ষে রানের খাতা না খুলেই ফিরেছেন, মিস করেন একটি সহজ স্টাম্পিংও।
সেই টিভি শোতে পান্তের এই বাজে ব্যাটিং নিয়েই আলোচনা হচ্ছিল। পঙ্কজ নামের সেই উপস্থাপক এক পর্যায়ে বলছিলেন, ‘আরে ভাই, তুমি আরও কতবার সুযোগ পেতে চাও? আইপিএল চলছে আর সে একের পর এক সুযোগ পেয়েই যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলছি, সে কী করবে, তা আগেই বলে দেওয়া যায়। ওর ওপর আর ভরসা করা যায় না। সে কেমন অধিনায়ক? ওর মতো অধিনায়ক আমাদের দরকার নেই!’
এটা বলেই উপস্থাপক টেবিলে থাকা শক্ত কোনো বস্তু তুলে নিয়ে ছুঁড়ে মারেন পেছনে থাকা টেলিভিশনে। এতে স্ক্রিন ফুটো হয়ে টেলিভিশন বন্ধ হয়ে যায়। এরপর তিনি স্টুডিওর কাঁচের টেবিলে ধাক্কা মারেন। টেবিলের সঙ্গে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে ছিটকে পড়ে।
এসময় সেই শোতে উপস্থিত আলোচকেরা তাকে শান্ত করার চেষ্টা করেন। পঙ্কজের এই কাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT