Menu
ঢাকা: টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেয়ে গেলেন মিচেল স্টার্ক। ফুরাল দিল্লির একটি অপেক্ষাও।
দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোববার ৩.৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক।
এ গতিতারকার গতির ঝড়ে ১৬৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন স্টার্ক। জবাবে ২৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।
এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতলো দিল্লি। অন্যদিকে এক জয়ের পর টানা দুটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো হায়দরাবাদ।
এ ম্যাচে ৩৭ রানেই ৪ টপঅর্ডারকে হারায় হায়দরাবাদ। স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানআউটের শিকার হন মারকুটে অভিষেক শর্মা (১ বলে ১)। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে ইনিংসের তৃতীয় ওভারে ইশান কিশান (৫ বলে ২) ও নিতিশ কুমার রেড্ডিকে (২ বলে ০) ফেরান স্টার্ক।
পরের ওভারে ট্রাভিস হেডকেও (১২ বলে ২২) সাজঘরের পথ দেখান স্টার্ক। পঞ্চম উইকেটে হায়দরাবাদের হাল ধরেন হেনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মা। ৪২ বলে ৭৭ রানের জুটি করেন তারা। ১৯ বলে ৩২ রান করে আউট হন ক্লাসেন।
৪১ বলে ৭৪ রানে মারকুটে ইনিংসে কুলদিপ যাদবের বলে বাউন্ডারি লাইনে ফ্রেজার ম্যাকগার্কের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরত যান অনিকেত। নিচের দিকে আর কেউ দাঁড়াতে না পারায় ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
১৬৪ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৮১ রান তোলেন ম্যাকগার্ক ও ফাফ ডু প্লেসি। ২৭ বলে ৫০ রান করে ফেরেন ডু প্লেসি। ৩২ বলে ৩৮ রান করে বিদায় নেন ম্যাকগার্ক। ৫ বলে ১৫ রান করেন লোকেশ রাহুল
চতুর্থ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি করে দিল্লির জয় নিশ্চিত করেন অভিষেক পোরেল ও ত্রিস্টান স্টাবস। পোরেল ১৮ বলে ৩৪ আর স্টাবস ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
স্টার্কের ফাইফারের পাশাপাশি দিল্লির হয়ে ৩ উইকেট শিকার করেন কুলদিপ যাদব। হায়দরাবাদের হয়ে ৪২ বলে ৩ উইকেট নেন জিসান আনসারি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT