• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

বার্সা-অ্যাথলেটিকো: ফ্লিকের কাছে ‘ফাইনালের আগে ফাইনাল’


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২৫, ০৯:২৫ পিএম
বার্সা-অ্যাথলেটিকো: ফ্লিকের কাছে ‘ফাইনালের আগে ফাইনাল’

ঢাকা: কোপা দেল রে’র সেমিফাইনালে রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই শেষে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছিল। 

তাই ফিরতি লেগের গুরুত্ব বেড়েছে বহুগুণ। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এই ম্যাচকে ফাইনালের আগে আরেকটি ফাইনাল হিসেবে দেখছেন।

প্রথম লেগে নিজেদের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ ড্র করতে সক্ষম হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। এমন হোঁচট আগেও খেয়েছে কাতালানরা। 

গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও অ্যাথলেটিকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। তবে ফিরতি লেগে অ্যাথলেটিকোর মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে দারুণ প্রত্যাবর্তন দেখায় বার্সেলোনা। ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় তুলে নেয় দলটি।

সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘এটি এক ভিন্নধর্মী লড়াই হতে যাচ্ছে, যা একপ্রকার ফাইনালের মতো। আমি বিশ্বাস করি, আমরা ফাইনালে পৌঁছাব। এই দলের ওপর আমি গর্বিত। এতদূর আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমাদের প্রাপ্য।’

ফ্লিক আরও যোগ করেন, ‘আমরা সুপার কাপ জিতেছি, তবে সেটা অতীত। আমাদের লক্ষ্য এখন ফাইনালে ওঠা। যদিও কাজটি সহজ হবে না, কারণ অ্যাথলেটিকোর অসাধারণ একজন কোচ আছে এবং তারা জানে কীভাবে লড়াই করতে হয়। আত্মবিশ্বাসী দল হিসেবে তারা কঠিন প্রতিপক্ষ হবে।’

এআর

Wordbridge School
Link copied!