• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপ আয়োজকের নাম জানাল ফিফা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৪, ২০২৫, ১১:২৯ এএম
২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপ আয়োজকের নাম জানাল ফিফা

ঢাকা : ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। গোটা বিশ্বেই ছড়িয়ে এই খেলাটির জনপ্রিয়তা। বিশ্বকাপ এলেই তাই চোখে পড়ে খেলাপ্রেমীদের নানা পাগলামি। সেই উন্মাদনা বাড়িয়ে দিতে এবার আগামী ২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে মিলে এই মেগা আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সেই আসর নিয়ে এরই মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ফুটবলপ্রেমীদের মাঝে। তবে এবার জানা গেল, ছেলেদের বিশ্বকাপ আয়োজনের পর মেয়েদের ফুটবল বিশ্বকাপও আয়োজন করতে যাচ্ছে ফিফা। ২০৩১ নারী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। এরপর নারী বিশ্বকাপের পরের আসর ২০৩৫ সালে হবে যুক্তরাজ্যে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এই দুই বিশ্বকাপের স্বাগতিকের নাম ঘোষণা করেন। অবশ্য আগামী বছর ফিফা কংগ্রেসে বিষয়টি অনুমোদনের ব্যাপার আছে। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা।

সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো জানিয়েছে, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যের।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। খেলা হবে এই চার দেশেই। অন্যদিকে ২০৩১ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।

এ নিয়ে প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯৯ ও ২০০৩ টানা দুটি আসর আয়োজন করেছিল তারা। তাছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের।

অন্যদিকে যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলেমেয়ে মিলিয়ে সেখানে বিশ্বকাপ হবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

এদিকে নারী বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক ব্রাজিল। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩২ দলের আসরে ম্যাচ হবে ৬৪টি। এরপর ২০৩১ আসর থেকে দল থেকে বেড়ে বিশ্বকাপ হবে ৪৮ দলের।

উল্লেখ্য, নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন।

এমটিআই

Wordbridge School
Link copied!