Menu
ঢাকা: হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের গর্জনই তুলে গিয়েছেন গেল মাসে। প্রথম বারের মতো জার্সিটা গায়ে চড়িয়েছেন বাংলাদেশের। এরপর নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দটাও প্রকাশ করেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
হামজাকে নিয়ে উন্মাদনাটা বহু আগে থেকেই ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে যখন খেলছেন, তখন থেকেই জল্পনা কল্পনা ছিল, হামজা আদৌ কি বাংলাদেশের হয়ে খেলবেন? খেললে তা কবে হবে?
সে জল্পনাকল্পনার অবসান যখন ঘটল, তখন দেখা গেল উন্মাদনার নতুন স্তর। সেটা হামজাও টের পেয়েছেন ভালোভাবেই। এরপর মাঠের খেলাতে তার পারফর্ম্যান্স সে উন্মাদনার আগুনে হাওয়াই দিয়েছে কেবল।
সেটার ছাপ তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে ভালোভাবে। অভিষেকের প্রথম মাস না পেরোতেই তিনি পেয়ে গেছেন ১০ লাখ অনুসারী।
হামজার মানের একজনের জন্য অবশ্য ১০ লাখ কমই। তার কারণও আছে। তিনি ফেসবুকে ছিলেন না এই গেল বছরের শুরুতেও। গত ৮ অক্টোবর তিনি অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুকে। সেখানেও খুব বেশি পোস্ট ছিল না। বাংলাদেশে আসার আগে থেকে সেখানে পোস্টের সংখ্যা বেড়েছে। তার ফলটা তিনি পেলেন এবার।
১ মিলিয়ন বা ১০ লাখ অনুসারী পেয়ে তিনি জানান, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT