Menu
ঢাকা : রিয়াল মাদ্রিদের হারে এসেছিল সুযোগ। কিন্তু সেটা কাজে লাগাতে পারল না বার্সেলোনা। অনেক সুযোগ নষ্ট করে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করল হান্সি ফ্লিকের দল।
লা লিগায় শনিবার রাতে ১-১ গোলে ড্র হয়েছে দুই দলের লড়াই। গাভি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান নাতান।
এদিনই ভালেন্সিয়ার বিপক্ষে রেয়াল ২-১ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল ৬ পয়েন্ট এগিয়ে যাওয়ার। বেতিসের বিপক্ষে ড্র করায় সেটা সম্ভব হলো না।
ঘরের মাঠে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৩ শট নেয় বার্সেলোনা, এর পাঁচটি ছিল লক্ষ্যে। আর বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষ্যে।
গতিময় ফুটবলে শুরুতে বার্সেলোনাকে চেপে ধরে বেতিস। নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় স্বাগতিকরা। তবে ষষ্ঠ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় তারাই। ডি বক্সের একটু বাইরে থেকে পেদ্রির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান।
পরের মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফেররান তরেসের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন একাদশে ফেরা তরুণ মিডফিল্ডার গাভি। শৈশবের ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি তিনি।
সপ্তদশ মিনিটে সমতা ফেরায় বেতিস। জিওভানি লো সেলসোর কর্নারে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন নাতান। চলতি আসরে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
একের পর এক আক্রমণে বেতিসের রক্ষণে প্রবল চাপ তৈরি করে বার্সেলোনা। ২৯তম মিনিটে ফের এগিয়ে যেতে পারত তারা। আলেহান্দ্রো বাল্দের ক্রসে বিপজ্জনক জায়গা থেকে ঠিক মতো শট নিতে পারেননি তরেস।
৯ মিনিট পর ডি-বক্স থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। কয়েক সেকেন্ড পর লামিনে ইয়ামালের শট ঝাঁপিয়ে ফেরান আদ্রিয়ান। ফিরতি বলে স্প্যানিশ ফরোয়ার্ডের শট প্রতিহত হয় বেতিসের রক্ষণে।
একই তালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ৫৫তম মিনিটে পেদ্রির রক্ষণ চেরা পাস পেয়ে শট নেন জুল কুন্দে। দ্বিতীয় চেষ্টায় নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক আদ্রিয়ান।
সাত মিনিট পর গাভির গতিময় শট মার্ক বাত্রার পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। নষ্ট হয় বার্সেলোনার আরেকটি দারুণ সুযোগ।
৬৬তম মিনিটে ‘অলিম্পিক গোলের’ চেষ্টায় একটুর জন্য সফল হননি দ্বিতীয়ার্ধে বদলি নামা রাফিনিয়া। তিন মিনিট পর এই ফরোয়ার্ডের বাঁকানো শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
ডি বক্সে বেতিসের খেলোয়াড়দের ভীড়ের মধ্যে শট করার মতো সুযোগই পাচ্ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়রা। ইয়ামাল, বাল্দেদের ক্রসগুলো খুঁজে পাচ্ছিল না কোনো সতীর্থকে।
এর মধ্যেই পায়ের বাইরের অংশ দিয়ে বাঁকানো ক্রসে রাফিনিয়াকে খুঁজে নেন ইয়ামাল। কিন্তু ৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেড রাখতে পারেননি লক্ষ্যে। চার মিনিট পর তার ফ্রি কিক যায় গোলরক্ষক বরাবর।
অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৮তম সুযোগ পেয়ে যায় বেতিস। নাতানের দূরপাল্লার শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক।
যোগ করা সময়ের একদম শেষেও একটা সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু রাফিনিয়ার ক্রসে পা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি ও ফের্মিন লোপেস।
৩০ ম্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে বেতিস। ২ ম্যাচ কম খেলা ভিয়ারেয়াল ৪৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয়ে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT