• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

নিজেকে ‘আনলাকি’ বললেন নাসির হোসেন


ক্রীড়া ডেস্ক: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৪৭ পিএম
নিজেকে ‘আনলাকি’ বললেন নাসির হোসেন

ঢাকা: নানা বিতর্কে জড়িয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ নাসির হোসেন। ফিল্ডিং এবং কার্যকরী ব্যাটিংয়ের জন্য খ্যাতি কুড়ালেও সেসব এখন দূর অতীত।

দেশে নানা বিতর্কে জড়ানোর পর একসময় জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন নাসির। এরপর বিদেশি লিগে নিজের ভাগ্যপরীক্ষার চেষ্টা করেন। সেখানেও বিতর্ক তার পিছু ছাড়েনি। টি-টেন লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে শাস্তি পান নাসির।

সে শাস্তি ভোগ করে আবার মাঠে ফিরেছেন নাসির। রোববার (৬ এপ্রিল) রাতে রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়ে সোমবার দলটির হয়ে মাঠে নেমেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে দেশের ক্রিকেটে প্রত্যাবর্তনের পর নাসির খোলামেলা আলাপ করেছেন গণমাধ্যমের সঙ্গে।

সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে... দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলব যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি।’

হাসতে হাসতেই নিজেকে দুর্ভাগা আখ্যা দিয়ে নাসির যোগ করেন, ‘আমি অনেক আনলাকি! আমার কাছে মনে হয় (হাসি)। কী বলব এটা? (নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই) ম্যাচ ছিল বিধায় খেলতে পেরেছি। আরও অনেক দলের প্রস্তাব ছিল। তবে আমার মনে হয়েছে, এই দলে খেললে আমার জন্য ভালো হবে।’

আইএ

Wordbridge School
Link copied!