• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ছিঃ ছিঃ করছেন নাফীস, সাব্বির বলছেন ‘লজ্জাজনক’


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১০, ২০২৫, ০২:২৬ পিএম
ছিঃ ছিঃ করছেন নাফীস, সাব্বির বলছেন ‘লজ্জাজনক’

ঢাকা : বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগে এবার ফিক্সিংয়ের কালো থাবা। গতকাল বুধবার গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত এক আউট নিয়ে দেশের ক্রিকেট এখন তোলপাড়। একের পর এক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছেন। এবার সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস এবং সাব্বির রহমান সরব হলেন।

গুলশান-শাইনপুকুর ম্যাচের একটি স্টাম্পিংয়ের ভিডিও শেয়ার করেছেন শাহরিয়ার নাফীস। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শাইনপুকুরের এক ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে স্টাম্পড হয়েছেন! ব্যাট ক্রিজে ছোঁয়ানোর যথেষ্ট সময় থাকলেও তিনি সেটা করেননি। বরং ক্রিজের বাইরে ব্যাট রেখে দাঁড়িয়ে ছিলেন। ধারাভাষ্যকারের পর্যন্ত বিস্ময় প্রকাশ করেন এই কাণ্ড দেখে! এই ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে নাফীস লিখেছেন. ‘ছিঃ’।

নাফীসের সেই পোস্ট শেয়ার করে আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, ‘খুবই লজ্জাজনক! আমি নিজেই একজন খেলোয়াড়, চোখের সামনে যা দেখছি, তা মেনে নেওয়া কষ্টকর, লজ্জাজনক। যে টুর্নামেন্ট আমাদের দেশের অন্যতম বড় একটি আসর হিসেবে বিবেচিত, সেখানে যদি এভাবে অনিয়ম আর ষড়যন্ত্র চলতে থাকে, তাহলে আগামী দিনের ক্রিকেট কোথায় যাবে? তরুণরা এখান থেকেই শেখে, এখান থেকেই অনুপ্রাণিত হয়। কিন্তু যখন সঠিক দিকনির্দেশনা আর জবাবদিহিতা থাকে না, তখন খেলাটাই ধ্বংস হয়ে যায়।’

সাব্বির রহমান আরও লিখেছেন, ‘সবাই জানে কী হচ্ছে! খেলোয়াড়, ম্যানেজমেন্ট কিন্তু কেউ কিছু বলে না। এই নীরবতা আর অবিচার মেনে নেওয়া যায় না। ক্রিকেট আমাদের দেশের অহংকার। এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না, নষ্ট হতে দেওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট সামনে নয়, বরং পিছনের দিকেই যাচ্ছে… এটাই বাস্তবতা… আর এই বাস্তবতা খুব কষ্টের।’

এমটিআই

Wordbridge School
Link copied!