ঢাকা: চা-বিরতির আগে শেষ ওভারে ফিরে গেলেন বাংলাদেশ সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তার ব্যর্থতায় চাপে পড়ে গেল বাংলাদেশ।
ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বসেন মুশফিক। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন ক্রেইগ আরভাইন।
২০ বলে ৪ রান করে ফেরেন মুশফিক। চা-বিরতির সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৫ রান। ৭১ বলে ছয় চারে ৪৪ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ এখন ৭৩ রানে এগিয়ে। জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেওয়ার পথ ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে স্বাগতিকদের জন্য।
এআর







































