• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩০

বৃষ্টি এবং মাশরাফির কৌশল


ক্রীড়া প্রতিবেদক জুন ৬, ২০১৭, ০১:৩৬ পিএম
বৃষ্টি এবং মাশরাফির কৌশল

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেই দুঃখ এখনো ভুলতে পারেননি শচীন টেন্ডুলকার। সময় সুযোগ পেলেই তিনি ওই কষ্টের কথা বলেন। সোমবার অস্ট্রেলিয়া জেতা ম্যাচটা বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। এখন বাঁচা-মরার লড়াইয়ে যদি ইংল্যান্ডের কাছে অসিরা হেরে যায় তাহলে বাংলাদেশ তাদের জন্য একটা দুঃখ হয়েই থাকবে। আফসোস করবে বাংলাদেশ ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত না হতো তাহলে তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

ইংল্যান্ড যে ফর্মে আছে তাতে অস্ট্রেলিয়ার জয় পেতে ঘাম ছুটে যাওয়ার কথা। তবে বাংলাদেশের ১ পয়েন্টে সবচেয়ে বড় অবদান বৃষ্টির! তা না হলে এই ম্যাচে অতি আশাবাদীরা জয়ের চিন্তা করেনি। ম্যাচ শেষে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু কৌশলও কাজে লাগিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের ১৬ ওভারের ১৫ ওভারই করেছেন পেসাররা। এক ওভার যে স্পিনার করেছেন, সেটি ছিল বিস্ময়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কৌশলের কথাও লুকাননি মাশরাফি,‘এই কথা এখানে বলা উচিত নয় হয়তো। তবে সত্যি বলতে আমাদের চিন্তা ছিল যে ম্যাচে তো পেছনে চলেই গেছি, একমাত্র উপায় ছিল যে ২০ ওভারের আগে যতটুকু সময় নেওয়া যায়। খেলাটাকে লম্বা করা। এজন্য মিরাজকে এক ওভার দিয়ে পরে এনেও আবার সরিয়ে নিয়েছি যাতে খেলাটা দূরে সরিয়ে নেওয়া যায়।’

১৬ ওভার শেষে পানি পানের বিরতি যখন হলো, তখন বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় কী হবে সবারই তা অজানা ছিল। মাশরাফি বলেন,‘সত্যি কথা বলতে, ১৬ ওভার যখন শেষ হলো, আমরা বুঝতে পারছিলাম না খেলা হবে কিনা বা ২-১ ওভার চালিয়ে যাবে কিনা। পানি পানের বিরতির সময় বুঝিনি যে তখনই খেলা বন্ধ করে দেবে। জানতাম যে সাড়ে ৬টা বা ৭টায় বৃষ্টি আসতে পারে। তবে সেটার জন্য অপেক্ষা করে তো লাভ নেই। খেলা চালিয়ে যেতেই হতো। আমরা চেষ্টা করেছি টেনে নিয়ে যেতে এবং যতটা সময় নেওয়া  যায়।’

শেষ অবধি মাশরাফির এই কৌশল কাজে লেগেছে। অস্ট্রেলিয়া ১৬ ওভার ব্যাট করেছে। তারা কোনোভাবে আর চারটা ওভার খেলতে পারলেই জিতে যেত। ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে দু’দলকে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হয়। সেখানে অস্ট্রেলিয়া খেলতে পেরেছে ১৬ ওভার। তারপরই বৃষ্টি।  এরপর আরো একবার খেলা শুরু হয়েও তা হয়নি। সৌজন্যে সেই বৃষ্টি। তাই একদলের জন্য বৃষ্টি অভিশাপ, আরেক দলের কাছে সেই বৃষ্টিই আশির্বাদ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!