• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সমুদ্রের তলদেশে বিয়ে সারলেন সৌদি যুগল!


ফিচার ডেস্ক অক্টোবর ২৫, ২০২৪, ০৪:৪৯ পিএম
সমুদ্রের তলদেশে বিয়ে সারলেন সৌদি যুগল!

ঢাকা: বর্তমানে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ জনপ্রিয় বিষয়। তবে সমুদ্রের তলদেশে বিয়ে একেবারেই নতুন বলা যায়। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানায়, সৌদি আরবের এক যুগল লোহিত সাগরের তলদেশে গিয়ে বিয়ে সেরেছেন। হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার দুজনই সমুদ্র ভালোবাসেন। এই যুগল প্রফেশনাল ডাইভার বা পেশাদার ডুবুরি। প্রায়ই ডাইভ করেন সমুদ্রে। সমুদ্রের তলদেশ তাদের ভীষণ পছন্দ। তাই বিয়ের জন্য গভীর সমুদ্রকে বেছে নেন তাঁরা। বর ও কনেপক্ষের পাশাপাশি তাদের বিয়ের সাক্ষী হয় জলের তলার প্রাণী আর উদ্ভিদরাও। 

সমুদ্রের তলদেশে বিয়ের উদযাপন হবে, এমন সিদ্ধান্ত নেন হাসান ও ইয়াসমিন। সহায়তায় এগিয়ে আসেন তাদের সহকর্মীরা। সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়। মুখে অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুইম স্যুটেই হয়েছে বিয়ে। 

হাসান আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছিল, এজন্য তিনি ধন্য। এমন আয়োজন বিস্ময়কর ও আনন্দদায়ক। এই মুহূর্ত ভোলার নয় বলেও জানান তিনি। হাসান আরও বলেন, ‘অনেকে মনে করতে পারেন গভীর সমুদ্রে হয়তো সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু না, আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এই মধুর অভিজ্ঞতা সারাজীবন সঙ্গে থেকে যাবে আমাদের।’

এদিকে হাসান–ইয়াসমিন যুগলের ডেস্টিনেশন ওয়েডিং দেখে অবাক অনেকে। বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গভীর সমুদ্রে এমন ডেস্টিনেশন ওয়েডিং করবার আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে।

ইউআর

Wordbridge School
Link copied!