• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ড


ফিচার ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ০৫:০২ পিএম
শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ড

ঢাকা: যুগ যুগ ধরে শরীরকে ক্যানভাস বানিয়ে আঁকা হচ্ছে নানা নকশার ট্যাটু। শরীরে ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ডও করেছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম।

এস্পেরেন্স লুমিনস্কা ফিওরজিনা নামের এক মার্কিন নারী নিজের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশে ট্যাটু করিয়ে রেকর্ড করেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ব্রিজপোর্ট এলাকার বাসিন্দা ফিওরজিনার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। 

৩৬ বছর বয়সী এই নারী সেনাবাহিনীতে কাজ করতেন। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফিওরজিনা ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাটু করা নারী। এ ছাড়া শরীরের অবয়ব পরিবর্তন করার বিশ্বরেকর্ডও তাঁর দখলে। ট্যাটুর রঙে রাঙানো শরীরে ৮৯টি পরিবর্তন করেছেন তিনি।

গত ১০ বছরে এই নারী তাঁর শরীরের বেশিরভাগ অংশই পরিবর্তন করে ফেলেছেন। পায়ের পাতা থেকে শুরু করে চোখের সাদা অংশ, মাথার ত্বক সবজায়গায় ট্যাটু করেছেন তিনি। বাদ নেই বলতে গেলে কিছুই। চোখের মধ্যে ট্যাটু ও মণি কালো করার পাশাপাশি জিহ্বা দ্বিখণ্ডিত করেছেন ফিওরজিনা।  

ফিওরজিনা জানান, শরীরে ট্যাটু করলে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। সেখানে নিজের পুরো শরীরে ট্যাটু করেছেন তিনি। তবে ট্যাটুর জন্য এতটুকু কষ্ট ভোগ করাই যায় বলে মনে করেন ফিওরজিনা।

ইউআর

Wordbridge School
Link copied!