• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে, দম্পতি গ্রেপ্তার


ফিচার ডেস্ক নভেম্বর ১৪, ২০২৪, ০২:২০ পিএম
বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে, দম্পতি গ্রেপ্তার

ঢাকা: একটু প্রশান্তির জন্য মানুষ শখ করে বারান্দায় বাগান তৈরি করেন। সেই বাগানে শোভা পায় পছন্দের নানা গাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তা শেয়ার করেন। কিন্তু এবার বারান্দার বাগানের ভিডিও শেয়ার করতে গিয়ে বিপদে পড়লেন ভারতের এক দম্পতি। বেঙ্গালুরুতে বসবাসকারী সিকিমের এক দম্পতিকে তাদের বারান্দার বাগানে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সাগর গুরুং (৩৭) এবং তার স্ত্রী উর্মিলা কুমারী (৩৮) নামে  এই দম্পতি তাদের বাগানের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন, যাতে গাঁজার চারা থাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, গত ১৮ অক্টোবর প্রায় দুই ডজন গাছপালা সমন্বিত তাদের বারান্দার বাগানের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দুটি গাঁজার চারাও দেখা যায়। ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ৫ নভেম্বর তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ লক্ষ্য করেছেন দুটি পাত্র খালি করা হয়েছে, যা ইঙ্গিত করে যে গাছগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় চাপের মুখে গাঁজা চাষের কথা স্বীকার করেন ওই দম্পতি। তাদের কাছ থেকে ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের জানায়, বাণিজ্যিক উদ্দেশ্যে ওই দম্পতি গাঁজা চাষ করে থাকতে পারে পুলিশ ধারণা করছে। পুলিশ উর্মিলার ফোনও জব্দ করেছে, যেটি ভিডিও আপলোড করার জন্য ব্যবহার করা হয়েছিল।

বিক্রির জন্য গাঁজা চাষের চেষ্টার অভিযোগে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনে দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!