• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আত্মহত্যা করতে এসে রেললাইনে সুখনিদ্রা, ঘুম ভাঙালেন চালক


ফিচার ডেস্ক নভেম্বর ১৫, ২০২৪, ০৪:৫২ পিএম
আত্মহত্যা করতে এসে রেললাইনে সুখনিদ্রা, ঘুম ভাঙালেন চালক

ঢাকা: প্রেমে ব্যর্থ হয়ে এসেছিল আত্মহত্যা করতে। তবে দীর্ঘক্ষণ কোনো ট্রেন না আসায় লাইনে শুয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। ট্রেন ঠিকই এলো, তবে আত্মহত্যা আর করা হলো না। ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে তার সুখনিদ্রা ভাঙালেন চালক। তবে সে লাইন ছাড়তে নারাজ। পরে স্থানীয়রা কোলে করে তাকে সরান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভারতের বিহারের মোতিহারি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ নিয়ে স্কুলের পোশাকেই রেললাইনের মধ্যেই ঘুমিয়ে ছিল ১৫ বছরের এক কিশোরী। তখন মোতিহারি থেকে মুজফফরপুরের দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। দূর থেকে চালক লাইনের ওপর কাউকে শুয়ে থাকতে দেখে ব্রেক কষেন। চালক নেমে ওই কিশোরীকে ডেকে তোলেন। তবে সে ফিরবে না কিছুতেই। ওই অবস্থায় স্থানীয় নারীরা তাকে কোলে তুলে সরিয়ে নেন। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানা যায়, এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই কিশোরীর। তবে তাদের বিয়েতে বাধা ছিল পরিবার। তাই পরিবারের ওপর রাগ করে আত্মহত্যা করতে গিয়েছিল সে। 

ইউআর

Wordbridge School
Link copied!