• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

একটি কলার দাম ১২ কোটি টাকা!


নিউজ ডেস্ক নভেম্বর ১৯, ২০২৪, ০৪:২৪ পিএম
একটি কলার দাম ১২ কোটি টাকা!

ঢাকা : রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। টাকায় যার মূল্য ১১ কোটি ৯৮ লাখের বেশি।

রুপালি রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে আটকানো একটি হলুদ রঙের পাকা কলা। এটি একটি শিল্পকর্ম। নিউইয়র্কে নিলাম হাউস সদবির একটি নিলামে শিল্পকর্মটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা নিলাম হাউস কর্তৃপক্ষের।

দেয়ালে সাঁটা এই শিল্প-কলার নাম দেওয়া হয়েছে ‘কমেডিয়ান’। তৈরি করেছেন ইতালির শিল্পী মাউরিজিও কাতেলান।

২০১৯ সালে প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে একটি প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এই শিল্পকর্ম প্রদর্শন করা হয়। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন, শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়।

তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই পড়ে যায়। দর্শনার্থীরা ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে থাকেন। সেলফি–শিকারিদের চাপে প্রদর্শনীর স্থল থেকে পরে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়। পেরোটিন গ্যালারি এ তথ্য জানিয়েছে। এখন সদবির নিলামে এই শিল্পকর্মের দাম ১০ লাখ থেকে ১৫ লাখ মার্কিন ডলার উঠবে বলে আশা করা হচ্ছে। ২০ নভেম্বর সদবির ওই নিলাম অনুষ্ঠিত হবে।

সদবির নিলামে যে কলা শিল্পকর্ম বিক্রির জন্য তোলা হবে, সেটি মিয়ামির প্রদর্শনীতে দেখানো কলা নয়। সেগুলো আগেই নষ্ট হয়ে গেছে। তাই সদবির নিলামে দরদাতারা একই ফল কিনতে পারবেন না। 

সদবি কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পকর্মে থাকা কলা নিয়মিত পরিবর্তন করা হয়। সেটি দেয়ালে লাগিয়ে রাখতে যে টেপ ব্যবহার করা হয়, সেটিও নিয়মিত পাল্টে দেওয়া হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!