ঢাকা: কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য আমেরিকায় হেল্প লাইন চালু রয়েছে। বিপদে পড়লে বাসিন্দারা ৯১১ জরুরি পরিষেবা নম্বরে ফোন করে। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মীরা। তাই বলে স্কুলের হোমওয়ার্ক করাতে ৯১১ নম্বরে কল অবাক করারই বিষয়।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের শওয়ানো কাউন্টিতে মজার এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় একপ্রকার ‘নিরুপায়’ হয়ে শিশুটি ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চায়। ফোন করে সাহায্যও পেয়েছে ওই শিশু। ফোনে সাড়া দিয়েছিল শওয়ানো কাউন্টি শেরিফের অফিস। একজন ডেপুটিকে অঙ্কে সাহায্য করার জন্য পাঠানো হয়।
কাউন্টি শেরিফের অফিস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, এক শিশু ৯১১– এ কল করে সাহায্য চায়। স্কুলের দেওয়া অঙ্কের হোমওয়ার্কের জন্য সাহায্য প্রয়োজন বলে জানায় সে। ওই শিশুর ফোনটি ধরেছিলেন একজন ডিসপ্যাচার (যিনি জরুরি নম্বর রিসিভ করেন)। তিনি শিশুটিকে বোঝানোর চেষ্টা করেন, বাড়ির পড়ায় সাহায্যের জন্য এটি সঠিক নম্বর নয়। এর জন্য অভিভাবক বা শিক্ষকের প্রয়োজন। কিন্তু কিছুতেই এই কথা মানতে রাজি হয় না শিশুটি। বাধ্য হয়ে অঙ্কের সমাধান করতে একজন সহকর্মীকে পাঠানো হয়।
কাউন্টি শেরিফ জর্জ লেঞ্জনার জানান, ডেপুটি শেরিফ চেজ ম্যাসন তখন সেই এলাকাতেই ছিলেন এবং তিনি সমস্যাটি দেখতে রাজি হন। এরপর তিনি শিশুটির সঙ্গে বসে গণিতের সমস্যাটি সমাধান করেন।
এ ঘটনায় ডেপুটি শেরিফের প্রতি কৃতজ্ঞতা জানায় ওই শিশু শিক্ষার্থী। জবাবে ডেপুটি শেরিফ ম্যাসন তাকে বলেন, তারা সবসময় সাহায্য করতে প্রস্তুত আছেন। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যার জন্য জরুরি সেবায় ফোন না দেওয়ার পরামর্শ দেন তিনি।
ইউআর