ঢাকা: নিলামে একটি পুরনো বইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৮ লাখ রুপি। যেই দাম হয়তো অবাক করতে পারে আপনাকে। তবে যখন জানবেন বইটির ইতিহাস তখন মোটেও এই দাম অস্বাভাবিক মনে হবে না আপনার।
বইটি ১৫৩১ সালের। ইতালিয় রেনেসাঁর সময় কূটনীতিক নিকোলো ম্যাকিয়াভেলি এই বইটি লিখেছিলেন। রাজনৈতিক মতাদর্শের এই বইটির নাম ‘দ্য প্রিন্স’। তবে যেই বইটি নিলামে উঠেছে সেটি একটি বিরল এবং প্রথম সংস্করণ। ১৬ শতকের গোড়ার দিকে রচিত এই বইটির মাত্র ১১টি প্রথম কপি প্রকাশ হয়েছিল। যার বেশিরভাগই প্রাতিষ্ঠানিক সংগ্রহে রাখা হয়েছে।
তবে নিলামে উঠা এই অনুলিপিটি একটি ব্যক্তিগত সংগ্রহ থেকে এসেছে। যাকে অনন্য আবিষ্কার হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। যে কারণেই এই বইটির দাম ৩ লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোথেবির বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হিটনকে উদ্ধৃত করে সিএনএন বলছে, ‘ব্যক্তিগত কারো কাছে এই বইটির কপি আছে সে সম্পর্কে সচেতন ছিলাম না আমরা। এটিই প্রথম কপি যা আমরা নিলামে আসার বিষয়ে সচেতন। এটি একটি প্রথম সংস্করণ এবং একটি অনুলিপি নিলামে আসার অনন্য সুযোগ পেয়েছে।’
‘দ্য প্রিন্স’-এর প্রথম সংস্করণটি লন্ডনে সোথেবির বই ও পাণ্ডুলিপির নিলামের অংশ হবে, যা ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলে। যেখানে দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কত টাকায় গ্রন্থটির এই অনুলিপিটি বিক্রি হয়।
ইউআর