ঢাকা: সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন এক বৃদ্ধ। সম্প্রতি এমন একটি স্থিরচিত্র সামাজিক যোগোযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে।
আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’, ‘বাংলাদেশের অবস্থা’ প্রভৃতি ক্যাপশন লিখে ছবিটি শেয়ার করছেন। যুবলীগের একটি পেইজ থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি।
তবে আলোচিত ছবিটি বর্তমান সময়ের নয়, ২০২৩ সালের বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’। ওই সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। সোমবার (০৯ ডিসেম্বর) ছবিটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার।
অনুসন্ধানে দেখা যায়, আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে রোববার (৮ ডিসেম্বর) হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে।
পোস্টগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। তবে ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ প্রেক্ষিতে রিউমার স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।
এছাড়া মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।
এআর