• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন ৬৭ বছরের নারী!


নিউজ ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:০৯ পিএম
প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন ৬৭ বছরের নারী!

ঢাকা: কথায় বলে প্রেম অন্ধ। তাই তো ৭ বছর ধরে প্রেমিককে সামনা-সামনি না দেখেই ভালোবেসে ফেলেছিলেন ৬৭ বছরের এক প্রেমিকা! সময়ে অসময়ে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই প্রেমিককে। কিন্তু এভাবে যে ঠকতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই বৃদ্ধা। প্রেমের ফাঁদে পা দিয়ে খোয়ালেন প্রায় ৪ কোটি টাকা! প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। 

জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। তখন ওই যুবক নিজেকে আমেরিকার শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন। তার প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে মনে ধরে বৃদ্ধার। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপর বন্ধুত্ব গাঢ় হতেই অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন অভিযুক্ত যুবক। কোনও কিছু না দেখেই প্রস্তাবে হ্যাঁ বলে দেন বৃদ্ধা। অনলাইনের দুজনের সম্পর্ক গভীর হয়। 

অভিযোগ, তারপরই ধীরে ধীরে টাকা চাওয়া শুরু করেন অভিযুক্ত যুবক। গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান ওই বৃদ্ধা। এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নেন কখনও আবার আত্মীয়দের থেকে ধার করেন।

এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য ছবি দিয়ে রেখেছিল অভিযুক্ত যুবক। ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট তার। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু এতদিনে কেন একবারও দেখা করলেন না প্রেমিকের সঙ্গে? উত্তরে তদন্তকারীদের তিনি জানান, মন থেকে ভালোবেসেছিলাম। তাই প্রেমিককে চোখে দেখার ইচ্ছা হয়নি সেভাবে। দেখা হলেই প্রণয়ের আকর্ষণ কমে যেত।’ কিন্তু এর জেরেই বড় মূল্য চোকাতে হল বৃদ্ধাকে।

আইএ

Wordbridge School
Link copied!