• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

‘লিভ-ইন’ করতে চাইলে জানাতে হবে পুলিশকে


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৪৪ পিএম
‘লিভ-ইন’ করতে চাইলে জানাতে হবে পুলিশকে

ঢাকা : কোনো নারী-পুরুষ ‘লিভ-ইন’ করতে চাইলে তাদের নাম পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। চলিত বছর ভারতের সাধারণতন্ত্র দিবস থেকেই উত্তরাখণ্ডে দেওয়ানি বিধি চালু করতে যাচ্ছে পুষ্কর সিংহ ধামীর সরকার। খবর: আনন্দবাজার

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, নারী-পুরুষ একসঙ্গে থাকার জন্য প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের। বিয়ের মতো এ ক্ষেত্রেও সাক্ষীর প্রয়োজন হবে। ভবিষ্যতের নথি হিসেবে ভিডিও রেকর্ড করে রাখা হবে। এ ছাড়া রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে ছবি এবং আধার কার্ডের তথ্যও।

জানা গেছে, গতকাল সোমবার থেকে সরকারি কর্মচারীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে উত্তরাখণ্ড সরকার। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব। অভিন্ন দেওয়ানি বিধির পোর্টালের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন, বিবাহবিচ্ছেদ, একত্রবাসের রেজিস্ট্রেশন, একত্রবাস বন্ধ, আইনি উত্তরাধিকারসহ অন্য বিষয়ের ওপর পরিষেবা পাওয়া যাবে।

আরও জানা গেছে, যারা আগে থেকেই এক সঙ্গে রয়েছেন বা নতুন করে একসঙ্গে থাকার চিন্তা করছেন তাদেরও এই রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে সঙ্গীর নাম, বয়স, নাগরিকত্ব, ধর্ম, পূর্বে কোনো সম্পর্ক ছিল কি না, ফোন নম্বর পোর্টালে নথিভুক্ত করতে হবে। নথিভুক্তের বিষয়টি দুই ভাগে ভাগ করা হয়েছে। সঙ্গী উত্তরাখণ্ডের বাসিন্দা হলে এক ধরনের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে পৃথক রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে দম্পত্তির ছবি এবং একটি ঘোষণাপত্রও পোর্টালে দাখিল করতে হবে। এছাড়া ওই দম্পতি সন্তানের জন্ম দিলে, জন্ম শংসাপত্র পাওয়ার সাত দিনের মধ্যে একসঙ্গে থাকার রেজিস্ট্রেশন করতে হবে।

এর আগে, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়েছিল এই বিলের খসড়া।

এমটিআই

Wordbridge School
Link copied!