• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
দ্বিতীয় পর্ব

রবীন্দ্র প্রেমানলের ‘রক্তিমানীল’


শব্দনীল আগস্ট ১৭, ২০২১, ০৫:৫৯ পিএম
রবীন্দ্র প্রেমানলের ‘রক্তিমানীল’

ছবি : রক্তিমানীল

ঢাকা : তথ্যপ্রযুক্তির এই যুগে আপনার ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি খুব দ্রুত প্রকাশ করতে পারেন  ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখানে আপনি নিছক আনন্দ এবং সময় কাটানোর জন্য অনুভূতি প্রকাশ করেন। মাঝে মাঝে ফেসবুকের ম্যাসেঞ্জারের স্টিকার টুল নিয়ে মেতে উঠছেন আড্ডায়। খোঁচা দিচ্ছেন বন্ধুকে, আবার অনেক প্রিয়তমার জন্য রোমান্টিক স্টিকার টুলও ব্যবহার করছেন। 

ভাবুন তো এই স্টিকার টুল থেকেই একজন খুঁজে পেলো ভালো লাগার কার্টুন বা ব্যঙ্গচিত্র। সেই কার্টুন বা ব্যঙ্গচিত্রকে নিজের মতো উপস্থাপন করা হলো জনপ্রিয় বাংলা গানের কয়েকটি লাইনের মধ্য দিয়ে। সৃষ্টি হলো নতুন এক চরিত্র- ‘রক্তিমানীল’।

একটি দু’টি নয় একশ’রও বেশি। একটু অবাক হচ্ছেন, আমিও হয়েছি। দিনের পর দিন মেধা, মনন ও শ্রম দিয়ে ‘রক্তিমানীল’ ক্যানভাসে তুলেছেন প্রিয়স্মিতা আচার্য। তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। 

চলুন পরিচিত হই নব্বই দশকের রবীন্দ্র প্রেমানলের ‘রক্তিমানীল’-এর সঙ্গে। কয়েকটি পর্বের আজ দ্বিতীয় পর্ব থাকছে আপনাদের জন্য-

ছবি : মোর প্রিয়া হবে এসো রাণী দেবো খোঁপায় তারার ফুল

ছবি : মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না

ছবি : তোমা ছাড়া আর এ জগতে মোর বেহ নাই কিছু নাই গো

ছবি : অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতোন তুমি আমার কথা শুনে হাসো না তো

ছবি : ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!