• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
বিশ্ব নারী দিবস-২০২৫

নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল এর ‘ফ্রি উইমেন হেল্‌থ ডে’


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৫, ০৬:৫৫ পিএম
নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল এর ‘ফ্রি উইমেন হেল্‌থ ডে’

ঢাকা: প্রতিবছরের ন্যায় এবারও শনিবার (৮ই মার্চ) 'বিশ্ব নারী দিবস' উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে আয়োজন করেছে “ফ্রি উইমেন হেল্‌থ ডে”। 

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প। দিনব্যাপী এই ফ্রি হেল্থ ক্যাম্পে আগত বিভিন্ন বয়সের নারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করবেন - গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ সার্জন, কার্ডিওভাসকুলার সার্জন, ফিমেল সার্জন (ব্রেষ্ট ও কলোরেক্টাল), ফিজিক্যাল মেডিসিন, কিডনীরোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিষ্ট (চর্মরোগ বিশেষজ্ঞ), ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল পথ্য ও পুষ্টিবিদ, ডেন্টাল সার্জন এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

ক্যাম্পে আগত নারীদের জন্য থাকছে সকল পরীক্ষায় ৩৫% ছাড়। পুরো মার্চ মাস জুড়ে এই ছাড় বলবৎ থাকবে।
 
ফ্রি রেজিষ্ট্রেশন করতে ডায়াল করুনঃ ১০৬৬৭, ০১৮৪১ ৪৮০ ০০০, ০৯৬০৬ ১১১ ২২২।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সমাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট।

এআর

Wordbridge School

নারী ও শিশু বিভাগের আরো খবর

Link copied!